Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒পরীক্ষা স্থগিতের সাথে সম্পৃক্ত

যশোর জিলা স্কুল ও সরকারি বালিকার ৯৩ শিক্ষকের তালিকা মন্ত্রণালয়ে

এখন সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর , ২০২৫, ১২:৩৭:১৭ এম

মিরাজুল কবীর টিটো : শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত রেখে আন্দোলন করা যশোরের দুটি সরকারি স্কুলের ৯৩ শিক্ষকের তালিকা শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। ৯৩ শিক্ষকের মধ্যে জিলা স্কুলের ৪৯ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৪ শিক্ষক রয়েছেন। এসব তালিকাভুক্ত শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে স্কুলে এসে ফিরে যায়। অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশে জেলা শিক্ষা অফিস থেকে স্কুলে পরীক্ষা নিতে শিক্ষকদের চিঠি দেয়া হয় বলে জানান জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। জেলা শিক্ষা অফিসের দেয়া চিঠির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় শিক্ষার্থীদের পরীক্ষা হয়নি। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে আন্দোলনে জড়িত থাকা শিক্ষকদের তালিকা চায়। জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকা জমা দেন। সেই তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন জানান- তার স্কুলে ৫২ জন শিক্ষকের মধ্যে ৪৯জন আন্দোলনের সাথে জড়িত।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান- তার স্কুলে ৫০ শিক্ষকের মধ্যে ৪৪ শিক্ষক আন্দোলনের সাথে জড়িত।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ জানান- যশোরের পরীক্ষা না নেয়া স্কুল ও শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয় পাঠাতে বলা হয়েছিল। সেই তালিকা পাঠিয়েছি। সেখান থেকে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)