Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নারীর সংবাদ সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর , ২০২৫, ১২:১৩:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : বসতভিটা দখল, হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ফারজানা ইয়াসমিন তনু নামে এক নারীর সংবাদ সম্মেলন করেছেন। তিনি যশোর সদরের মুড়লী আমতলা এলাকার বাসিন্দা। বুধবার বেলা ১২ টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাধ্যমে তিনি এসব অভিযোগ করেন। এসময় তিনি প্রশাসনের কাছে আইনগত সহায়তা ও পরিবারের নিরাপত্তা দাবি জানান। সংবাদ সম্মেলনে মাধ্যমে ফারজানা ইয়াসমিন তনু জানান,গত ৩০ নভেম্বর আমার অসুস্থ মাকে দেখতে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যায়। বিকেলে তার ৬ বছরের ছেলে রাফসান রাহিম সাইকেল চালাতে বের হলে,পার্শ্ববর্তী বাড়ির নাজিমের ছেলে তানভিরসহ কয়েকজন সাইকেল নেয়ার কথা বলে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে রাফসানকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার জেরে আমার পরিবারের ওপর হামলা চালানো হচ্ছে। পরে আবারও ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমার বাড়িতে হামলা চালানো হয়। এসময় আলী হোসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী ঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়, যার মধ্যে স্বর্ণালঙ্কার (এক ভরি), নগদ ৫ লাখ টাকা ও অগ্রণী ব্যাংকের একটি চেকবই ছিলো। বাঁধা দিলে হামলাকারীরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। এমনকি পরিবারের সদস্যদের মারধর করে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করেন এ নারী। পক্ষান্তরে এ ঘটনাকে চাপা দিতে হামলাকারীরা থানায় গিয়ে উল্টো আমার নামে মামলা করেন। এতে আমাদের পরিবার আরো আতঙ্কিত হয়ে পড়েছে। এছাড়া যশোর মুড়লী মেইন রাস্তার পাশে ৪ শতক বসতভিটা একটি প্রভাবশালী চক্র দখলের চেষ্টা চালিয়ে আসছে। ২০১৬ সালেও তার অন্তঃসত্ত্বা বোন লিজাকে মারধর করে গর্ভের সন্তান নষ্ট করে দেয়া হয় বলে উল্লেখ করেন তিনি। সকল বিষয় উল্লেখ করে সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছি। ওসি ঘটনাস্থল তদন্তের জন্য একজন এসআইকে নির্দেশও দিয়েছেন। তবে বাড়িতে ফিরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং পুনরায় হামলার পরিকল্পনাও নেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)