Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় প্রবাসীর ফলদ বাগানের গাছ কর্তন

এখন সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর , ২০২৫, ০৪:৪৪:১৭ এম

বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ার নিত্যান্দপুরে ফলদ-বাগানের ২০ টির অধিক ফল গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা, নিত্যন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাগান মালিক জুলফিককার আলী কুয়েদ প্রবাসী। তিনি স্থানীয় মৃত নওশের আলীর ছেলে। কষ্টার্জিত টাকায় জমি কিনে সেখানে তিনি শখের একটি বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন। বর্গা চাষী শফিকুল ইসলাম বাগানটির দেখাশোনা করতেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী জুলফিককারের লিচু, ছবেদা জাতের ২০ টির অধিক চারাগাছ কেটে ফেলেছে। গাছগুলো জুলফিককার তিন বছর পর্বে জমি কিনে লাগান। স্থানীয় শফিকুল ইসলাম, বাবলুসহ কয়েকজন জানান, ৪৮ শতক জমি কিনে এখানে সুন্দর একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন প্রবাসী জুলফিককার আলী । চারাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। হঠাৎ করে মঙ্গলবার সকাল বেলা তারা দেখতে পান সবগুলো গাছের গোড়া ও মাঝামাঝি হতে গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃণীত একটি কাজ হয়েছে। তবে কে বা কারা কেটেছে এবং কেনই-বা কেটেছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুল রহমান বলেন, প্রবাসী জুলফিককার আলী মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)