বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : মঙ্গলবার বিকেল ৪টায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিনটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ঔষধ প্রশাসন অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ানস স্যাম্পল রাখার প্রমাণ পাওয়ায় তিনজন খুচরা ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর ৪০ (খ)(গ) ধারার লঙ্ঘনের দায়ে আইনটির ৫৪ ধারা অনুযায়ী মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান নিয়মিত চলমান থাকবে এবং কোনোভাবেই স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম বরদাস্ত করা হবে না।