লোহাগড়া প্রতিনিধি: নড়াইলে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রাম যুবককে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে নাশকতার মামলার আসামিরা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। এর ধারাবাহিকতায় শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় আহত হন ওই গ্রামের মৃত ইয়ারা আলী শেখের ছেলে পটু শেখ (৪৫)।
স্থানীয়রা জানান, পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় ওই গ্রামের নাশকতা মামলার আসামি আলামিন ঠাকুর, কাঞ্চন ঠাকুর আনিস ঠাকুর সহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরে ঢুকে তাকে টেনে এনে প্রকাশ্যে হাত এবং পা পিটিয়ে ভেঙে দেয়। অনেক চেষ্টাকরেও তার স্ত্রী তাকে উদ্ধার করতে পারেনি। এসময় ঠেকাতে আসলে পটুর স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
স্বজনরা পটুকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
ঠাকুর গ্রুপের নেতা আলামিন ঠাকুরকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
এবিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিতকুমার রায় বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। পটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এখনো মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।