নিজস্ব প্রতিবেদক : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আয়োজনে মত বিনিময় সভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশের শিক্ষার আমূল পরিবর্তন করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভোকেশনাল শিক্ষা, ইঞ্জিনিয়ার ইন্সস্টিটিউটের শিক্ষার ক্ষেত্রে ১৯৭৮ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৯৪ সালে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন করেছেন আগামীতে ও মূল্যায়িত হবেন। আরে এ অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করা “ধানের শীষে” ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করবে। কারণ স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও জনগণের অধিকার বারবার খর্ব হয়েছে।
গতকাল রাতে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আইডিইবি) যশোর জেলা শাখা এ মতবিনিয় সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, বিগত সরকারের ফ্যাসিস্ট, দুঃশাসন উৎখাত হয়েছে জনগণকে সাথে নিয়ে বিএনপিসহ অন্যদের দীর্ঘ আন্দোলনে। কিন্তু স্বৈরাচারের দুঃশাসনের বিরুদ্ধে পৃথিবীতে এত দীর্ঘ আন্দোলনে কোথাও হয়েছে বলে আমার জানা নেই। যশোরে ৬৮ জন ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের প্রতিদিন নিষ্ঠুর আচরণ করা হয়েছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি নিজে এ দেশের ১৮ কোটি জনতার প্রতি সম্মান রেখে কোথাও যান নাই। তখনকার যতদিন সরকারের সাথে হাত মিলালে তিনি অনেক সুযোগ নিতে পারতেন। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। করেননি কোন আপোষ। এর জন্য দেশনেত্রীকে অনেক মূল্য দিতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার রক্তের রক্তে বেড়ে ওঠা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। এজন্য মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এবং আইডিইবি যশোর সদর উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল মতিন বিনিময় সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক গাজী ইকফাত মাহমুদ,আইডিইবির যশোর জেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান, মোঃ মহিউদ্দিন ডালিম, মোঃ জাহিদুর রহমান, শাহরিয়ার জনি মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আসিফ মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম।