Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবলে সুমনের জোড়া গোলে ফাইনালে নওয়াপাড়া

এখন সময়: শুক্রবার, ২৮ নভেম্বর , ২০২৫, ১১:৩৩:৩৬ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নওয়াপাড়া ইউনিয়ন দল। শুক্রবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নওয়াপাড়া ইউনিয় দল ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চুড়ামনকাটি ইউনিয়ন দলকে। আগামীকাল রোববার নওয়াপাড়া ইউনিয় দল শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে উপশহর ইউনিয়ন দলের। গতকালকের ম্যাচে জোড়া গোল করেন নওয়াপাড়া ইউনিয়ন দলের সুমন। অপর গোলটি করেন সতীর্থ বাপ্পি। ম্যাচের শুরুতে দু’টি দল আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে গতিময় ফুটবল উপহার দেন। তবে গোল করার মত সুবিধা করতে পারছিলো না কোন দলই। রক্ষণভাগে এসেই যেন খেই হারানোর মত অবস্থা। তবে চুড়ামনকাটির রক্ষণভাগ ছিলো কিছুটা এলোমেলো। এছাড়া অহেতুক গোল পোষ্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে গোলরক্ষক ইমরান হোসেনকে। যার খেসারত সরুপ ১৬ মিনিটে কর্নার পায় নওয়াপাড়া ইউনিয়ন দল। বাপ্পির নেওয়া শর্টটি চুড়ামনকাটির ডিবক্সের মধ্যে গিয়ে পড়ে। এ সময় চুড়ামনকাটির গোলরক্ষক বার ছেড়ে বেরিয়ে আসেন। আর সেই সুযোগটি অত্যান্ত ঠান্ডা মাথায় কাজে লাগান সুমন। তিনি যে হেড নেন তা গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জড়িয়ে যায় জালে। আর এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নওয়াপাড়া ইউনিয়ন দল। বিরতি থেকে ফিরে আক্রমনের গতি আরও বাড়ায় নওয়াপাড়া। ম্যাচের ৪৫ মিনিটে সুমনের গোলে নওয়াপাড়া ২-০ তে লিড পায়। ৫১ মিনিটে সুমনের কল্যাণে গোলটি করেন বাপ্পি। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাঠ ছাড়ে নওয়াপাড়া ইউনিয়ন দলের খেলোয়াড়রা। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান নওয়াপাড়া ইউনিয়ন দলের জোড়া গোলদাতা সুমন। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ১৫ টি ইউনিয়ন দল নিয়ে শুরু হয়েছিলো সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নামে এ টুর্নামেন্ট।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)