নিজস্ব প্রতিবেদক: যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজনদের খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মণিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী মিজানুর রহমান মিজানের অসুস্থ পিতার সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম ঘোষের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ফরিদ খানের পিতা আইসিইউতে ভর্তি থাকার খবর পেয়ে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউ বিভাগে যান। সেখানে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে তিনি পরিবারকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান, উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি সোহানুর রহমান সোহান, ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, হারুনর রশীদ, আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেষে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।