লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছাঃ সাদিয়া সুলতানা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু,মাহফুজুল ইসলাম প্রমুখ।
এ সময় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক মোঃ কবীর হোসেন, লোহাগড়া এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মাসুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ওই দিনই বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।