ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একসভা মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ওসি মোঃ জেল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, যুব উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ শাহ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রভাষক গৌতম কুমার কুন্ডু ও রেজাউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আশরাফ হোসেন, অজয় চক্রবর্তী, রুমা খাতুন প্রমুখ। সভায় অনলাইন জুয়া, মাদক কারবারীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।