প্রেস বিজ্ঞপ্তি : ভারতের পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেল ও আইপিটিভি ‘আর ডট বাংলা’য় বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব যশোর। শুক্রবার (২১ নভেম্বর) ক্লাবের নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ নিন্দা জানানো হয়।
‘আর ডট বাংলা’য় প্রচারিত উল্লেখিত বিষয়ের আলোচনায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং প্রেসক্লাবের সদস্য ও দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে জড়িয়ে মিথ্যাচার করা হয়। ‘আর ডট বাংলা’য় দু’জন আলোচক অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যা বয়ান হাজির করেছেন। সেখানে যশোরের মাটিতে পাকিস্তানী জঙ্গিনেতার উপস্থিতিতে ভারত বিরোধিতার ছক কষা হয় এবং এর সাথে জাহিদ ও অমিতসহ যশোরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা রয়েছে মর্মে দাবি করা হয়। যা একেবারেই নির্জলা মিথ্যাচার।
বৈঠকে বলা হয়, বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার প্রধান ভিত্তি। কিন্তু ইদানিং কিছু ভারতীয় গণমাধ্যমে আজগুবি ও কল্পকাহিনীর ছড়াছড়ি দেখা যাচ্ছে। ন্যূনতম বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই বাংলাদেশের বিশিষ্টজনদের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। তাদের চরিত্র হননে সরস গল্প তৈরি করে তা প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘আর ডট বাংলা’য় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নামে কাল্পনিক অভিযোগ প্রচার করেছে।
ভারতীয় গণমাধ্যমটির এহেন অনৈতিক ভূমিকায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে এসব সস্তা ভিউখোর কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে সতর্ক থাকার জন্য যশোরসহ বাংলাদেশের গণমাধ্যম পাঠক-দর্শকদের প্রতি আহবান জানানো হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক আবদুল কাদের, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যকরী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সাঈদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল।