শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল আইসিপি এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ শফিকুল ইসলাম (৪৬) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে স্ক্যানিং রুমে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথ ঘোষ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর: বি ০০৭৪৫৬৬৩।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ইউএস ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল (বৈদেশিক মুদ্রা) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২০ নভেম্বর ব্যবসায়িক কাজে ভারতে যান এবং কলকাতায় অবস্থানকালে লিটু নামের এক বাংলাদেশি নাগরিক তার কাছে এসব ইউএস ডলার ও রিয়ালগুলো হস্তান্তর করে। পরে বাংলাদেশে পৌঁছালে নির্দিষ্ট একজন ব্যক্তি তার কাছ থেকে বিদেশি মুদ্রাগুলো সংগ্রহ করার কথা ছিল।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ভারত থেকে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে বেনাপোল সীমান্তে আজকের এ সফল অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা। ঘটনার পর আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এমন অভিযান সবসময়ই চলমান থাকবে বলে জানান তিনি।