ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন। সভায় বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আরিফ শাওন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী কৃষি কর্মকর্তা তায়জুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সার ডিলার সমিতির সভাপতি শেখ আ. হালিম, সার ডিলার সেলিম, আফছার শেখ, রফিকুজ্জামান রাজু, খন্দকার শাহিনুর রহমান, তবিবুর রহমান ভুঁইয়া লিটন, রুপা খাতুন, মামুন শেখ, গোলাম সরোয়ার প্রমুখ। সভায় নতুন নীতিমালা অনুযায়ী উপজেলার ৪ ইউনিয়নে ১২ সার ডিলার নিয়োগ ও সীমানা নির্ধালনের বিষয় আলোচনা করা হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা চাষির মাঝে প্রয়োদনার গম বীজ, সূর্যমুখী ফুলের বীজ ও সার বিতরণ করেন।