ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘মানব পাচার ও মানব চোরাচালান রোধে সচেতনতা’ শীর্ষক একটি শিক্ষা উদ্দেশ্যমূলক অনুষ্ঠান বুধবার সকালে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিবাসন বিষয়ক জ্ঞান বৃদ্ধি, নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্র?্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ মাহামুদুল হক এবং সহকারী শিক্ষক মোহাম্মদ কুরবান বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি), খুলনার কো-অর্ডিনেটর অশোক বালা এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর শামসুজ্জামান মোল্যা। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সঠিক উত্তর প্রদানকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।