কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তিন দিন কেশবপুর পৌর শহরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুক্তার আলীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রতিদিন দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেশবপুর পৌর শহরের বিভিন্ন সড়কের লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। গণসংযোগকালে শহরের পথচারী ও ব্যবসায়ীদের মাঝে স্বতস্ফূর্ত মনোভাব ও দাঁড়িপাল্লার পক্ষে ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা গেছে। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী রফিকুল ইসলাম, সাবেক আমীর ও জেলা জামাতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, ইসলামি ছাত্র শিবিরের কেশবপুর উপজেলার সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান, সুপার মাওলানা আব্দুল খালেক প্রমুখ।