Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ভোটারদের দ্বারে দ্বারে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

এখন সময়: শুক্রবার, ১৪ নভেম্বর , ২০২৫, ০১:৪৬:৪৯ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

দৈনন্দিন কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর-২০২৫) দিনব্যাপী তিনি উপজেলার লক্ষণপুর ইউনিয়নে তারেক রহমান ঘোষিত লিফলেট বিতরণ করেন। পরে শিকারপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে তৃপ্তি বলেন, “আমি দীর্ঘদিন বিএনপির বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়েছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে থেকে কাজ করেছি। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংহত রাখতে কাজ করেছি। দল ও জনগণের প্রতি অনুগত থেকে কাজ করেছি বলেই বিএনপি বারবার আমাকে মনোনয়ন দিয়ে শার্শার জনগণের সেবা করার সুযোগ দিয়েছে।”

তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে শার্শাকে উন্নয়নের জোয়ারে আলোকিত করা হবে। নারীদের যথাযথ মূল্যায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার মানোন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

তৃপ্তি আরও বলেন, “দেশের যুব সমাজকে বেকার রেখে কোনো জাতি উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। তাই আমি চাই প্রতিটি মা-বোন, ভাই-ভাবী ও অভিভাবকরা ধানের শীষে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।”

উঠান বৈঠকটি মুহূর্তেই বিশাল জনসমাগমে জনসভায় রূপ নেয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আশরাফুল আলম বাবু, বিএনপি নেতা তাজউদ্দীন আহমেদ, আসাদুজ্জামান মিঠু, মফিজুর রহমান, আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর আহ্বায়ক আব্দুস শহীদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমান (হবি) চেয়ারম্যান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিএনপি নেতা আব্দুল মোনায়েম, বদিউজ্জামান, আসাদ, সুলতান মাস্টার, আলমগীর হোসেন টিপু, যশোর জেলা ছাত্রদল নেতা শাওন হোসেন, যুবদল নেতা আসাদুজ্জামান, রিয়াল, হাবিব, জিয়া, আগুন, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদুর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)