Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : রাশেদ খাঁন

এখন সময়: রবিবার, ৯ নভেম্বর , ২০২৫, ১২:৫৮:০২ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আ’লীগের কেউ ভোটে অংশগ্রহণ করতে  পারবে না। বাংলার জমিনে আর কোনদিন ১৮/২৪ এর মত নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে ফ্যাসিসদের কোনো জায়গা হবে না।

শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা এবং ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাশেদ খান তাদের দলীয় প্রার্থীকে পরিচিতি করিয়ে আরো বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন,  একজন সংসদ প্রার্থীর ভোট করতে ২০-২৫ কোটি টাকা খরচ হয়। এসবের বিরোধিতা করে বলেন,  নগদ টাকা, মাংহ বা কোন উপঢোকন দিডে যদি কেউ ভোট চাইতে আসে তাদের ঝাটা বাড়ুন দিয়ে প্রতিহত করবেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এখনো টালবাহানা চলছে।

আগামী ফেব্রয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আরো একটি ১/১১ নেমে আসতে পারে। তিনি বলেন, তৃনমূলে এখনো দখলদারিত্ব চলছে। যারা এসব অপকর্ম  করছে তাদেরকে জুলাই আন্দোলনের সবদল মিলে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই।

গণঅধিকার পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত  আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, গণঅধিকার  পরিষদ  ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেনসহ যুব ও ছাত্র পরিষদের  জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)