Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে কালিগঞ্জে আন্দোলন চলছেই

এখন সময়: শনিবার, ৮ নভেম্বর , ২০২৫, ১০:৫৯:১৬ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে একের পর এক কর্মসূচি পালন করছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিেেসবে শনিবার (৮ নভেম্বর) বিকেলে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশের। বেলা ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তারালী চৌরাস্তা মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

 এ সময় কাজী আলাউদ্দীনের নমিনেশন বাতিল করে সর্বস্তরের জনগণের কাছের মানুষ ও ত্যাগী রাজনীতিবিদ ডা. শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবি জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হেসেন খান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী সরদার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, ছাত্রদল নেতা শেখ রাকিবুজ্জামান, সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাজি তহিনুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন যুবদলের আঃ কাদের মেম্বার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী, ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আলিম বাবু, সাতক্ষীরা জেলা তরুণ দলের (সহ-সভাপতি ১৯) আশরাফুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও ডা. শহিদুল আলমের ভক্তবৃন্দ।

এর আগে গত ৩ নভেম্বর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল ও সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বুধবার মানববন্ধন, বৃহস্পতিবার কালো পতাকা মিছিল করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনের জন্য একদিন বিরতি দিয়ে শনিবার আবারও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দিন দিন বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)