আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে অবসরপ্রাপ্ত ১৬ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার সকালে বাদল স্মৃতি একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা রূপালী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমি প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রোকনুজ্জামান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের পক্ষ থেকে বিদায়ী ১৬ শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট, এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।