ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ও বিসিবি’র সাবেক সভাপতি আলী আসগার লবি বলেছেন, ডুমুরিয়ার মাটি বিএনপি’র একটি উর্বর ভূমি। এ আসনে জামায়াতে মাত্র ১৬ পার্সেন্ট ভোট এবং বিএনপির রয়েছে ৩৭ পার্সেন্ট ভোট। সুতরাং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিপুল ভোটে বিজয় লাভ করবে বিএনপি।
মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদের সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ও ডুমুরিয়া-ফুলতলা আসনে বিএনপির নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক এবাদুল হক রুবায়েদ। উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল চৌধুরী ও সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবু সাঈদ ফকির, উপজেলা কৃষক দলের আহবায়ক বিএম আইয়ুব আহমেদ, মৎস্যজীবী দলের আহবায়ক শেখ মাহবুর রহমান, শ্রমিক দলের আহবায়ক শেখ ফরিদ হোসেন, তাঁতীদলের আহবায়ক শেখ আব্দুল মান্নান ও উপজেলা জাসাস’র আহবায়ক মোঃ তুহিন সরদার। এছাড়া সিনিয়ির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্যদেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন গোলদার, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, শেখ শাহিন, আবজাল খান, আমিনুর রহমান, ডাঃ আলম, অ্যাড মনিমুর রহমান প্রমুখ।