আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল সকাল ১০ টায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। বৃত্তি সনদ ও ক্রেস্ট প্রদান করেন সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ ড. মফিজুর রহমান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, রুপালী ব্যংকের ব্যাবস্থাপক আব্দুল খালেক, স্টান্ডারস ব্যাংকের ব্যাবস্থাপক আনোয়ার হোসেন, এ্যাডভ্যান্স ফিড লিঃ এর সত্বাধিকারী সোহেল রানা, এস আই হায়দার আলী ও আবু সাঈদ। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনা ও উপস্থাপনায় ছিলেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। অনুষ্ঠানে মোট ১০ শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়।