 
                    নিজস্ব প্রতিনিধি : যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৬ পিস সোনার বারসহ আবু বক্কার সিদ্দিক (৩৪) নামে এক পাচারকারী আটক হয়েছে। শুক্রবার সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে সোনাসহ তাকে আটক করা হয়। আবু বক্কার সিদ্দিক বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১০ টায় ৪৯ বিজিবির একটি টহলদল দাইতলা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা আবু বক্কর সিদ্দিককে আটক করে। পরে তার প্যান্টের পকেটে ৭৩৫ গ্রাম ওজনের ৬ পিস সোনার উদ্ধার করা হয়। ওই সোনাসহ তার কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা। 
আবু বক্কার সিদ্দিককে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।