Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নারীর অধিকার বাস্তবায়নে নীতির কবিতার ভূমিকা অনেক : ড. আসমা বেগম

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৫:১২:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক : নারীর অধিকার বাস্তবায়নে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতির কবিতায় ফুটে উঠেছে সাম্যের গান। সমাজের সকল স্তরের নারীর সম্মানজনক অবস্থানের জন্য তিনি কবিতার মাধ্যমে সংগ্রাম করে গেছেন। তাঁর কবিতাগুলো নিয়ে গবেষণার বিশেষ প্রয়োজন। তাহলে সমাজের অনেক উপকার হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম এসব কথা বলেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর আয়োজিত কবি ও নূরজাহান আরা নীতি স্মরণসভার আহবায়ক ড. মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. আবুল কালাম আজাদ, লেখক ও গবেষক অধ্যাপক কাজী শওকত শাহী, কবি খসরু পারভেজ, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ড. শাহনাজ পারভীন।
স্মরণসভায় স্মৃতিচারণে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ, সহকারী অধ্যাপক টিটভ জামাল, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাশিম রেজা, হাফিজুর রহমান, নিজামদ্দিন অমিত, কবি মোকাররম হোসেন, সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, কবি নাঈম নাজমুল, কবি এম এ কাসেম অমিয়, কবি অরুণ বর্মণ, কবি রাশিদা আখতার লিলি, কবি আতিয়ার রহমান, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ।
কবি আহমদ রাজুর উপস্থাপনায় অনুষ্ঠানে কবির জীবনী পাঠ করেন কবি মঞ্জুয়ারা সোনালি। স্মরণ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন
দোয়া পরিচালনা করেন একেএম শহিদুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে লিরিক যশোর, সৃষ্টিশীল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোর, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর, দ্যোতনা সাহিত্য পরিষদ, কৃষ্টিবন্ধন যশোর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)