Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে চুরি

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৫:০৩:০৩ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে এক বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চাঁচাই গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে ভুক্তভোগী গৃহকর্তা মিলন হোসেন মোড়ল (৩৫) জানান, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি যেয়ে তিনি নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। গভীর রাতে পাশের ঘরের তালা ভেঙে তার শয়নকক্ষে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় চোরচক্র চেতনানাশক স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে তার ঘরের আলমারি ও শোকেস ভেঙে সেখানে রক্ষিত প্রায় দেড় লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় এবং ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে জ্ঞান ফিরে আসে তার। খবর পেয়ে সকালে থানার পুলিশ এবং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মিলন হোসেন মোড়ল।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)