Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৪:৪০:৫০ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা জাসদের উদ্যোগে পালিত হয়েছে বিস্তারিত কর্মসূচি। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা জাসদের কার্যালয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং এর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সহ-সভাপতি ও ঝিকরগাছা উপজেলার পরিষদর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি আহসানুল্লাহ ময়না, লোকমান আলী, প্রবীণ জাসদ নেতা শরীফ মোহাম্মদ আমিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী , প্রচার সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সহ সম্পাদক আবুল বাসার বকুল, জাসদ নেতা মাস্টার নুর ইসলাম, মাস্টার জাকির হোসেন, মতিউর রহমান পপি, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় বলেন, ১৯৭২ সালে বৈষম্যের অবসান , শোষণমুক্তি এবং স্বাধীন বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ও সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়েছে । মুক্তিযুদ্ধের আদর্শ রাষ্ট্রের চার মূলনীতি এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে জাসদ আপোষ করবে না । তিনি জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তির দাবি জানান ।
আলোচনাসভা পরিচালনা করেন পৌর জাসদের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বাবর ।
১৯৭২ সালে ৩১ অক্টোবর তারিখে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের শোষণ বৈষম্যহীন নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল জনতা সমন্বয়ে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ গঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)