Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুল মজিদের দাফন

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৪:৩৩:১২ এম

চৌগাছা প্রতিনিধি : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের চৌগাছা উপজেলার বিএনপি নেতা আব্দুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ গ্রাম জামালতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আব্দুল মজিদ (৬০) সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি এলাকায় একজন পরিচিত ক্যাবল ব্যবসায়ীও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মজিদসহ চারজন দুই মোটরসাইকেলে করে যশোর থেকে কক্সবাজার ও রাঙামাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে যশোর ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তার জানাজায় দল-মত নির্বিশেষে প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় যশোর চেম্বার অব কমার্সের সভাপতি , জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, এ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস শুকুর, ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, এম. ইলিয়াস আলী, অবাইদুর রহমান, শিমুল রহমান, মারুফ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শ্রমিকদল নেতা হাফিজুর রহমান, সিংহঝুলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, গরীবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুচ আলী, জাহাঙ্গীর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রনেতা রোবায়েত, রবিন, আলিফসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নিহত আব্দুল মজিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)