Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফিরোজের

এখন সময়: বুধবার, ২৯ অক্টোবর , ২০২৫, ০২:৩২:৩৫ এম

 

ঝিনাইদহ প্রতিনিধি: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সব বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সমাবেশে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে যুবদল নেতাকর্মীরা। কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এর আগে সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)