ক্রীড়া প্রতিবেদক: যশোরে মঙ্গলবার শুরু হয়েছে চার দিনব্যপী জাতীয় বাস্কেটবল (পুরুষ এবং মহিলা) প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় জয় পেয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারর্সিটি। দিনের অপর খেলায় ওয়াক ওভার পেয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় না আসায় ওয়াক ওভার পায় তারা। জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৫৯-৫৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে। অপর ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারর্সিটি ৬১-৫৩ পয়েন্টের ব্যবধানে হারায় বিকেএসপিকে। সকালে খেলা শুরু হলেও বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সাবেক সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ। জাতীয় এ আসরের সমাপনী হবে চট্টগ্রামে। প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা। যশোর ভেন্যুতে তিনটি জেলা ছাড়াও অংশ নিচ্ছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান। এ ভেন্যু থেকে শীর্ষ দু’টি জেলা ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত পর্বে অংশ গ্রহণের সুযোগ পাবে। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে। এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় হচ্ছে এ প্রতিযোগিতা। যশোরের এ পর্ব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ড ও জিমনেসিয়ামে হচ্ছে যশোর পর্বের খেলা। যশোর ভেন্যুতে খেলছে আলফা ও ব্রাভো গ্রুপ। আলফা গ্রুপটি হচ্ছে জেলা পর্যায়ের দলগুলোকে নিয়ে। দলগুলো হচ্ছে স্বাগতিক যশোর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ব্রাভো গ্রুপ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারর্সিটি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয় ও বি কে এস পি।