Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা

পদ্মা সেতুর সুফল বাণিজ্যিকভাবে যশোরের মানুষ ভোগ করতে পারছে না

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ০৩:২০:০১ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) যৌথ আয়োজনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশের যোগাযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন শীর্যক মতবিনিময় সভা হয়েছে।

যশোর চেম্বার অব কমার্সের সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বারের সহসভাপতি মঞ্জুরুল আলম মুকুল, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, মোকসেদ আলী, পরিচালক কাসেদুজ্জামাস সেলিম, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বিআইআইএসএস’র সিনিয়র রিসার্স ফেলো ডক্টর রাজিয়া সুলতানা, রিসার্স ফেলো তারেক হাসান, সানজিদা শাহাব উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন যশোর চেম্বার অব কমার্সের পরিচালক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউসি ফুডসের সত্ত্বাধিকারী শ্যামল দাস।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, পদ্মা সেতুর সুফল আর্থিকভাবে যশোরের মানুষ ভোগ করতে পারছেনা। কেননা বেনাপোল দিয়ে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য কার্যক্রম চলে। এখানকার পণ্যবাহী ট্রাকগুলো সহজে যাতায়াতের জন্য বেনাপোল, নড়াইল, ভাঙ্গা সড়কটি চার লেনে উন্নীত করতে হবে। বেনাপোল থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করতে হবে। সেজন্য কমপক্ষে দুটি ট্রেন লাইন প্রয়োজন। অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংযোগ পেলে যশোরাঞ্চলে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। তখন যশোরের অর্থনৈতিক চেহারা বদলে যাবে। বাড়বে কর্মসংস্থান। সেই সাথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বক্তরা ট্রেনের সময়সূচি সঠিকভাবে পরিপালনের আহবান জানান।

মতবিনিময় সভায় বিআইআইএসএস’র সিনিয়র রিসার্স ফেলো ডক্টর রাজিয়া সুলতানা জানান, আমাদের গবেষণা প্রতিষ্ঠানটি সরকারের পরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। আমরা পদ্মা সেতুর সুফল কাজে লাগিয়ে কিভাবে এই অঞ্চলের মানুষের উন্নয়ন ঘটানো যায় সেটি তুলে ধরব সরকারের কাছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)