Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১১:৩৪:১৩ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ফেসবুকে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী । শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় সাংবাদিক আবু হানিফ (৩৪) চৌগাছা থানায় একটি সাধারণ জিডি করেছেন। জিডি নম্বর -৭৮১।
জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত ১১টা ৩ মিনিটের দিকে সাংবাদিক আবু হানিফের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬১১-৫০০৫৬৭-এ ০১৯১২৬০৪২৭৯ নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন। পরে জানা যায়, হুমকি দাতা চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলীবুদ্দিন খান।
ভুক্তভোগী সাংবাদিক জানান, “স্বর্ণ চোরাচালান সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক হিসেবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিই। এরপরই ওই ব্যক্তি ফোনে আমাকে হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছি। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছি।”
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)