ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার সকাল ৭ টায় আশ্রম মোড় নবীন প্রবীণ একাদশ ক্লাব আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় উপশহর সারথির মাঠে। খেলায় অংশগ্রহণ করে নবীন প্রবীণ একাদশ ক্লাব বনাম খেলার সাথী একাদশ ক্লাব। খেলার প্রথমার্ধে ৩৫ মিনিটে খেলার সাথী একাদশ ক্লাবের পক্ষে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় রবিউল ইসলাম। নবীন প্রবীণ একাদশের পক্ষে অনেকগুলো সুযোগ থাকার পরেও গোল করতে ব্যর্থ হয়। খেলার শেষার্ধে ৭০ মিনিটের মাথায় ২য় গোলটি করেন খেলার সাথী পক্ষে মৃনাল। শেষ পর্যন্ত নবীন প্রবীণ একাদশ ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে খেলার সাথী একাদশ ক্লাব জয় লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন টিএসআই কবিরুল ইসলাম কবির। নবীন প্রবীণ একাদশ ক্লাবের পক্ষে অংশ গ্রহণ করে পলাশ, রাম,বাবু,কবির, রেজা (অধিনায়ক) ,আরশ,আলিপ, মেহেদী, হাফিজ, লিটন,তারিক এবং খেলার সাথী একাদশ ক্লাবের পক্ষে অংশ গ্রহণ করে রিপন (অধিনায়ক), পলাশ, রবিউল,মৃনাল, মিরাজ,হাফিজ, জাহান, সাকিব, বুলবুল,আলিম,রুহুল। খেলাটি রেফারি হিসাবে পরিচালনা করেন তরিকুল ইসলাম।