নিজস্ব প্রতিবেদক : যশোরের চাঁচড়া ফাঁড়ি পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ সাত্তার হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে। তিনি চাঁচড়া রায়পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
ফাঁড়ির এসআই সবুজ গাজী জানিয়েছেন, গোপন সূত্রে জানতে পারেন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাত্তার তার বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে সাত্তারকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই সবুজ জানিয়েছেন, সাত্তার একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় আরো দুইটি মামলা আছে। এই ঘটনায় সাত্তারের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।