Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১১:০৮:৫৫ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
তবে সভার শেষ পর্যায়ে হঠাৎ কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। মনোনয়ন প্রত্যাশী ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি এবং অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কেন্দ্রীয় যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরে আলম সিদ্দিকী সোহাগ।
সভায় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মশিয়ার রহমান মশি প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)