আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উদ্ভাস সাহিত্য সংস্থার উদ্যোগে বাংলা সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠানের সেমিনারে সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক রাষ্ট্রবিজ্ঞান অভিজ্ঞ জন আলফ। প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক ইকবাল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন কবি ও গল্পকার আনোয়ার রশিদ সাগর, কথাসাহিত্যিক পিন্টু রহমান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কবি কহন কুদ্দুস, মানবাধিকার কর্মি প্রভাষক খাইরুল ইসলাম, বিশিষ্ট ছড়াকার শিক্ষক মানোয়ার হোসেন। বিশিষ্ট নাট্যকার এইচ আর জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন কবি গোলাম রহমান চৌধুরী, কবি সীমা সাহা, সাহিত্যকর্মী শাহ হামিদুল হক প্রমুখ।