ক্রীড়া প্রতিবেদক : ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার খুলনা উপঅঞ্চলের খেলা শুক্রবার শুরু হয়েছে। খুলনার বিভিন্ন ভেন্যুতে হচ্ছে এ প্রতিযোগিতা। প্রথম দিনে যশোর জেলা দল সাফল্য দেখিয়েছে। এর মধ্যে হ্যান্ডবল পুরুষ ও মহিলা দুই বিভাগের সেমিফাইনালে এবং পুরুষ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নেয়। খুলনা কালেক্টরেট স্কুল মাঠে যশোরের মহিলা হ্যান্ডবল দলের ২ টি খেলা হয়। প্রথম খেলায় যশোর জেলা দল ১৮-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে বাগেরহাট জেলা দলকে। অপর খেলায় যশোর জেলা দল ২০-১০ গোলের ব্যবধানে হারায় খুলনা জেলা দলকে। এ দুই জয়ে সেমিফাইনালে উঠলো যশোর। খুলনার পাইওনিয়র বালিকা বিদ্যালয় মাঠে পুরুষ হ্যান্ডবল ম্যাচ হয়। যশোর জেলা দল ১৩-৭ গোলের ব্যবধানে পরাজিত করে খুলনা জেলা দলকে। এ জয়ে সেমিফাইনালে ওঠে যশোর। খুলনা জিলা স্কুল মাঠে পুরুষ ফুটবল ম্যাচ হয়। যশোর জেলা দল ১-০ গোলে হারায় কুষ্টিয়া জেলা দলকে। এ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলো যশোর। অপরদিকে, মহিলা ফুটবলে প্রথম রাউন্ডে খুলনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে যশোর জেলা দল।