শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা মাঠে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল টুর্নামেন্টে অষ্টম শ্রেণি নবম শ্রেণিকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মো. নাসিরুল ইসলাম, মাদ্রাসার সুপার মো. আমিরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল হাই পবন মল্লিক, মাদ্রাসার সহ-সুপার ইনছান আলী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য শাহিনুর রহমান, হান্নান মোল্যা প্রমুখ।