Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ভাগ্য নির্ধারনী ম্যাচে আজ মাগুরার মুখোমুখি যশোর

এখন সময়: শনিবার, ১৮ অক্টোবর , ২০২৫, ০২:২১:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে গোল মিস করে ড্র এর হতাশা নিয়ে মাঠ ছাড়ে যশোর। তাই আজ রোববার যশোর জেলা ফুটবল দলের বাঁচা-মরার ম্যাচ। পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই জিততেই হবে। হারলে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে। স্বাগতিক মাগুরা জেলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল তিনটায়।

এ প্রতিযোগিতায় যশোর ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলছে। ১৪ সেপ্টেম্বরের ঘরের মাঠ শামস্-উল হুদা স্টেডিয়ামে প্রথম ম্যাচে যশোর মুখোমুখি হয়েছিল পাশ্ববর্তী জেলা নড়াইলের। সে ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছিলো। ম্যাচের তিন মিনিটে প্রথম গোলটি করেছিলেন রাকিব। আর দ্বিতীয় গোলটি করেছিলেন আওরঙ্গজেব।

পরের ম্যাচে ২২ সেপ্টেম্বর নড়াইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দু’টি। এ ম্যাচেও ২-০ গোলে জয় তুলে নেয় যশোর। এ ম্যাচের দ্বিতীয়ার্ধের গোল করেছিলেন আতিকুল ইসলাম। আর ২৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কিশোর দাস।

এ দু’টি জয়ের ফলে প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখে যশোর জেলা ফুটবল দলটি। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে গত রোববার শামস্-উল হুদা একাডেমি মাঠে মুখোমুখি হয় পাশ্ববর্তী আর একটি জেলা মাগুরার। এ ম্যাচে খুব বেশি ভালো ফুটবল উপহার দিতে পারেনি আনোয়ার পারভেজের শিষ্যরা। ম্যাচটিতে কোন গোল যেমন দিতে পারেনি, আবার কোন গোল হজম করেনি। অর্থাৎ গোল শূণ্য সমতায় শেষ হয় ম্যাচটি।

এই একই দলের বিপক্ষে যশোর আজ রোববার খেলবে স্বাগতিক মাগুরা জেলা ফুটবল দলের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মাগুরা স্টেডিয়ামে বিকেল তিনটায়। ম্যাচটি দু’টি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারাই হাতে পাবে পরবর্তী রাউন্ডের ছাড়পত্র। আর হারলে প্রতিযোগিতা থেকে বিদায়।

এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ আনোয়ার পারভেজ। তিনি জানান, শনিবার অনুশীলন চলাকালীন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। যা বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। দলের খেলোয়াড়রা সবাই সুস্থ রয়েছে। এ প্রতিযোগিতায় যারা খেলছেন তারা সবাই নতুন। আর নতুনদের আগ্রহ থাকে ভাল কিছু করার। তারা মাঠে সেটা করার জন্য প্রস্তুত।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)