অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর ফুটবল একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ–পাল্টা আক্রমণ। নির্ধারিত সময়ের মধ্যেই যশোর জেলা ফুটবল একাদশ ২–১ গোলে খুলনা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যশোর ফুটবল একাদশের ৪১ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. আলম নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি সুমন বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি।
বিশিষ্ট ক্রীড়াবিদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, সহ-সভাপতি মাহমুদ কবির, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।