নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৩ সেপ্টেম্বর) যশোরের মণিরামপুর উপজেলার ১২নম্বর শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে বিএনপির আয়োজনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ‘রাষ্ট্র কাঠামোর রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, “দেশকে বাঁচাতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ৩১ দফা বাস্তবায়নই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।”
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু মুছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, এডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ সর, অ্যাড. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব রবিউল ইসলাম, প্রভাষক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস ও জুলফিকার আলী ভুট্টো।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, সাবেক ইউপি সদস্য মো. ফজলু রহমান মোল্যা, মো.রবিউল ইসলাম রবি, বাবুল আক্তার ও শরিফুজ্জামান রাসু।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এছাড়াও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, থানা ছাত্রদলের আহ্বায়ক অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।