শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিলনাথুর গ্রামের ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল (৪৫) সহ নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছোনগাছা গ্রামের নুরুল ইসলাম শেখ (৪৫), খামারপাড়া গ্রামের সাহেব মোল্যা (৩৫) , বরিশাট গ্রামের সৌখিন বিশ্বাস (২৮), খরিবাড়িয়া গ্রামের রুবেল খান (৩৭), মুন্নু মোল্যা (৪২) এবং সফিউদ্দিন মোল্যা (৪৮) গ্রেফতার করে।