Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল বন্দরে চাকরি রক্ষার নামে ঘুষ  দাবি, অভিযোগ ১২৯ নিরাপত্তাকর্মীর

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৯:১২:১০ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল স্থলবন্দরে চাকরি রক্ষার নামে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে নতুন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড-এর কর্মকর্তার বিরুদ্ধে। বন্দরের চলতি নিরাপত্তা কাজে নিয়োজিত ১২৯ জন নিরাপত্তাকর্মী এ অভিযোগ করেছেন।

বেনাপোল বন্দর পরিচালকের কাছে দেওয়া লিখিত অভিযোগপত্রে নিরাপত্তাকর্মীরা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে তারা এ বন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তাদের আগের প্রতিষ্ঠান পিমা-এর মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাত সার্ভিস দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মো. শামীম শিকদার তাদের জানান, আগামী ১ আগস্ট থেকে কোম্পানিটি বন্দরে কার্যক্রম শুরু করবে।

অভিযোগে আরও বলা হয়, শামীম শিকদার চাকরি চালু রাখতে প্রত্যেক কর্মীর কাছে ৩০ হাজার টাকা করে ঘুষ দাবি করেছেন। নতুন নিয়োগ প্রাপ্তদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়ার কথাও জানানো হয়েছে। টাকা না দিলে চাকরি থেকে বের করে দেয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কর্মীরা।

ভুক্তভোগী নিরাপত্তাকর্মীরা বলেন, ‘আমরা সবাই নিম্ন আয়ের মানুষ। স্বল্প বেতনের এই চাকরিতে ঘুষ দিয়ে চাকরি রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্রে কোথাও আর্থিক লেনদেনের কথা নেই।’

তারা আরও বলেন, ‘চাকরির জন্য ঘুষের নামে অর্থ আদায়ের চেষ্টা অন্যায় ও বেআইনি। আমরা চাই এ ঘটনার সঠিক তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।’

বেনাপোল বন্দরের চলতি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পিমা’র সিএসও আল-আমিন হোসেন জানিয়েছেন, উপরোল্লিখিত বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছিলাম এবং এ সংক্রান্তে একটি আবেদন জমা দিয়েছি। আমরা সকলে নিম্ন আয়ের মানুষ। যাতে আমরা চাকরি হারিয়ে বেকার না হয়ে যায়, সেজন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)