মাগুরা প্রতিনিধি : সোমবার, দুপুরে মাগুরার ঢাকা খুলনা মহাসড়কের রোড ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের সøুইসগেট সংলগ্ন ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, মাগুরার বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।