নিজস্ব প্রতিবেদক, নড়াইল: রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথর মেরে হত্যার ঘটনায় নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শনিবার (১২ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
পুরাতন বাসটার্মিাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নড়াইল চৌরাস্তা হয়ে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, গণঅধিকার পরিষদের জেলা শাখার আহবায়ক ইমাম হোসেন সেলিম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুল ইসলাম আনসারী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হুসাইন, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগ, ভিক্টোরিয়া কলেজ শাখার যুগ্মআহবায়ক হাসিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার সদস্য সচিব শাফায়াত উল্লাহ, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সদস্য এসএম ইরফানুল বারীসহ অনেকে।