ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২০হাজার ৩শ’ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
রোববার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে আটক করা হয়।
আটক কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বিকেলে প্রেস ব্রিফিং করে করে সাংবাদিকদের এ তথ্য জানান।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালীন রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮) খুলনার দিক থেকে আসতে দেখে গাড়িটিকে থামানো হয়। এরপর পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও আটক করা হয়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।