কালিগঞ্জে (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে শ্বশুরবাড়িতে বসবাসরত মনিরুল ইসলাম (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামে নিহতের শ্বশুরবাড়ির গোয়ালঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়ের করেছেন নিহতের শাশুড়ি মোছাঃ রহিমা বেগম (৫৫)।
উপজেলার মারকা গ্রামের মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী রহিমা বেগম জানান, মনিরুল ইসলামের সাথে তার মেয়ে তাসলিমা খাতুনের বিয়ে হওয়ার পর থেকে মেয়ে ও জামাতা তাদের বাড়িতে বসবাস করতো। বুধবার দুপুর আড়াইটার দিকে মেয়ে তাসলিমাকে নিয়ে তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়িতে ছিলেন জামাতা মনিরুল ইসলাম। রাত ৯টার দিকে বাড়িতে ফিরে জামাতাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গোয়ালঘরে তাকে নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাত ১১ টার দিকে থানার উপপরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সম্প্রতি জামাতা মনিরুল ইসলাম মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন রহিমা বেগম।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।