Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঈদে যশোরে ছিলেন

অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহে মাজারের পাশ থেকে উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:৪৯:০০ এম

স্পন্দন ডেস্ক: অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশে থেকে ‘বিধ্বস্ত অবস্থায়’ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে।
পাগলা থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, “আপনি ফোন করে বিষয়টি আমাকে অবগত করার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক য্বুক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন। তারপরই বিষয়টি মানুষের নজরে আসে।
ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। সমু চৌধুরীর পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল রয়েছে।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ‘বিধ্বস্ত অবস্থায়’ পেয়েছে। তাকে থানায় নিয়ে আসার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি আসবেন না।
“ঢাকায় উনার সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা সেখানে আসছেন। মাজার থেকেই তারা অভিনেতাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।”
সমু চৌধুরী কীভাবে এখানে এসেছেন, কখন এসেছেন-এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেও জানান ওসি ফেরদৌস আলম।
ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিকালে বলেন, “সোশাল মিডিয়ায় বিষয়টি আমাদের চোখে পড়ার পর আমরা স্থানীয় কিছু মানুষ সেখানে পাঠাই, ঘটনার সত্যতা এবং পরিচয় নিশ্চিত করে পাগলা থানায় যোগাযোগ করি। থানা থেকে স্পেশাল ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে।
“আমাদের একটা টিম সেখানে যাচ্ছে। উনার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। অভিনয়শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে।”
পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে রাশেদ মামুন অপু বলেন, “পরিবার বলতে উনার বৃদ্ধ মা, আমরা উনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।
উদীচী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানিয়েছেন, সমু চৌধুরীর বাড়ি যশোরের বেজপাড়া এলাকায়। কোরবানি ঈদের পর ১০ জুন উদীচী কার্যালয়ে এসেছিলেন সমু চৌধুরী। পরের দিন তার ঢাকায় যাওয়ার কথা। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমু চৌধুরীকে নিয়ে পোস্ট দেখে ময়মনসিংহ উদীচীসহ অভিনয় শিল্পী সংঘের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা জানলাম। বিপ্লব জানান, সর্বশেষ সংবাদ তিনি এখন পুলিশের কাছে আছে এবং তার মা ও এক মামাতো ভাইকে সাথে নিয়ে ময়মনসিংহ রওনা দিয়েছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)