বিল্লাল হোসেন: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত সোয়া ১১ টার দিকে এই ফলাফল নিশ্চিত করা হয়। এছাড়া সহ সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ও ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকুরানী রানী দাস বিজয়ী হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) অনলাইনে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরের দিন বুধবার রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এরমধ্যে সভাপতি পদে শাহিদা খাতুন ২২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ পারভীন তারা পান ৬৪ ভোট। সহ সভাপতি পদে সেলিনা খাতুন ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারা খাতুন ১১৫ ভোট ও মাসরুবা ইয়াসমিন ২৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার ৮৯ ভোট ও দিলরুবা খাতুন পান ৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে হাসিয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে খুকুরানী রানী দাস ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিগার সুলতানা পান ৮৩ ভোট। স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে পবিত্র বিশ্বাস ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিন সুলতানা পেয়েছেন ৪৬ ভোট।