Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বেপরোয়া গতিতে ওভারটেকের চেষ্টা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৫:২৮:১৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময়  মোটরসাইকেলে থাকা তার বন্ধু আকিবুল ইসলাম ওরফে শুভ (১৭) আহত হয়। রোববার (২৫ মে) দুপুর ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার সৃষ্টি হয়। নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের প্রবাসী মেহের আলীর ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, টিভিএস ফোর ভি  মোটরসাইকেল করে দুইজন চুড়ামনকাটির দিকে যাচ্ছিলো। চালকের আসনে ছিলো আসিফ। তার বন্ধু বাদিয়াটোলা গ্রামের শামিম হোসেনের ছেলে শুভ পিছনে বসে ছিলো।  পালবাড়ির তেঁতুলতলা এলাকায় দুই আরোহীর মোটরসাইকেলটি একটি ট্রাকের পাশ কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করে। তখন সামনে আরেকটি ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে তারা দুইজন ছিটকে পড়ে। এসময় পাশের চলন্ত একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ২০-১২৮৯) চাকা আসিফের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হয়েছে অপর আরোহী শুভ। দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা নিহত আসিফের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আসিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহত শুভ জানিয়েছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে আসিফের মৃত্যু হয়েছে। তাকে বার বার আস্তে চালানোর কথা বললেও শোনেনি। ওভারটেক করার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাক চালক তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু আসিফকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

নিহতের স্বজন মিনারুল ইসলাম জানান, আসিফের মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাকে নিয়ে পিতা-মাতার অনেক স্বপ্ন ছিলো। তাদের সেই স্বপ্ন সড়কে ঝরে গেলো।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রশিদুল আমীন জানান, সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক ছাত্র নিহত ও একজন আহত হওয়ার ঘটনা শুনেছি।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক কলেজ ছাত্র নিহত ও একজন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)