Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বৈশাখী লোকনাট্য উৎসবের দ্বিতীয় দিন ৪ নাটক মঞ্চস্থ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৬:৩৪:৫৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে  তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে ৪টি নাটক। এছাড়াও মা নৃত্যালয়ের আয়োজনে পরিবেশিত  হয়েছে মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে,  জেলা শিল্পকলা একাডেমী  ও যশোর নাট্য গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায়  এই উৎসব নাট্যপ্রেমী দর্শকদের মাঝে সারা জাগিয়েছে। এদিন পরিবেশিত হয়  খুলনা চুকনাগরের চারু নিকেতন আর্ট একাডেমী নাটক পরিবেশনায়  ‘পুঁথিপাঠ’,   মুন্সিগঞ্জের অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ছবি বউ বাছাই কাব্য’, ব্যঞ্জন যশোরের নাটক ‘চন্দ্রহত্যা’ ও অভয়নগর যশোরের আজহার বয়াতি শিল্পীগোষ্ঠীর নাটক ‘সৎ মায়ের চরিত্র’।

সন্ধ্যা ৭ টা থেকে রাত্র প্রায় সাড়ে ৯টা পর্যন্ত উৎসবের আয়োজন  উপভোগ করেছে বিপুলসংখ্যক দর্শক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)