মিরাজুল কবীর টিটো: যশোর জেলায় তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ১৭১ জন। পুরাতন তালিকা থেকে ৪০ হাজার ৫ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবছর ২০ জানুয়ারি থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম শেষ হয় ১১ এপ্রিল। চার মাসের এই কার্যক্রমে জেলায় নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৯ হাজার ১৭১ জন। একই কার্যক্রমে পুরাতন তালিকা থেকে ৪০ হাজার ৫জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ৯ হাজার২১৮ ভোটার।
এর মধ্যে সদর উপজেলায় নতুন ভোটার হয়েছে ৩১ হাজার ৬২০ জন, পুরাতন তালিকা থেকে ৯ হাজার ৪ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ২ হাজার ৯০৪ জন ভোটার। মণিরামপুরে উপজেলায় নতুন ভোটার হয়েছে ১৪ হাজার ৭১৪ জন। পুরাতন তালিকা থেকে ৬ হাজার ৯৯৫ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ১ হাজার ৭৯৬ জন ভোটার। অভয়নগর উপজেলায় নতুন ভোটার হয়েছে ১০ হাজার ৫৬ জন। পুরাতন তালিকা থেকে ৩ হাজার ১৩৮ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ১ হাজার ২২৩ জন ভোটার। চৌগাছায় উপজেলায় নতুন ভোটার হয়েছে ১০ হাজার ৪৫০ জন। পুরাতন তালিকা থেকে ৩ হাজার ৭১৩ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ৪৮২ জন ভোটার।
বাঘারপাড়া উপজেলায় নতুন ভোটার হয়েছে ৮ হাজার ৬৭৮ জন। পুরাতন তালিকা থেকে ৩ হাজার ৬৭৬ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ৪৮০ জন ভোটার। শার্শা উপজেলায় নতুন ভোটার হয়েছে ১২ হাজার ৫৮১ জন। পুরাতন তালিকা থেকে ৪ হাজার ৬৯৪ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ১ হাজার ১৭৫ জন ভোটার। কেশবপুর উপজেলায় নতুন ভোটার হয়েছে ৮ হাজার ৮৭৮ জন। পুরাতন তালিকা থেকে ৪ হাজার ১৬৭ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ৬১৭ জন ভোটার। ঝিকরগাছা উপজেলায় নতুন ভোটার হয়েছে ১২ হাজার ১৯৪ জন। পুরাতন তালিকা থেকে ৪ হাজার ৬১৮ জন মৃত ভোটারের নাম বাদ পড়েছে। স্থানান্তর হয়েছে ৫৪১ জন ভোটার।